২০১৮ সালের ৫ই জুন বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হলে বিবিডিসি (BBDC) টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর “বিবিডিসি ঈদ প্রোগ্রাম”। এই আয়োজনটিতে নতুন ও অভিজ্ঞ স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়েছিলেন ঈদকে সামনে রেখে এক আনন্দঘন পরিবেশ তৈরি করতে। অনুষ্ঠানটি বিকেল ৪টায় শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন বিবিডিসি টিমের সম্মানিত ডিরেক্টর মহোদয়, যিনি রক্তদানের গুরুত্ব, মানবতার সেবায় টিম বিবিডিসির ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকরা এবংযাদের নিয়ে এই আয়োজন ছিলো সেই সকল সুবিধা বঞ্চিত শিশুরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই অনুষ্ঠানে প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর হাতে একটি করে টোকেন দেয়া হয়েছিলো যাতে করে সে তার ঈদ উপহারটি সঠিকভাবে গ্রহণ করতে পারে। এরপর প্রত্যেক শিশুকে তার ঈদ উপহার সুন্দর ভাবে বুঝিয়ে দেয় আমাদের টিম বিবিডিসির স্বেচ্ছাসেবকরা। এই মূহুর্তটা বিবিডিসি টিমের কাছে সত্যিই অনেক আবেগঘন মূহুর্ত ছিলো।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই টিম বিবিডিসির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আহ্বান জানান।
বিবিডিসি ঈদ প্রোগ্রাম ২০১৮ শুধু আনন্দের আয়োজনই ছিল না, এটি ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস বরিশালে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিবিডিসি টিমের এই মহৎ উদ্যোগ আগামীতেও এমন আরও মানবিক আয়োজন নিয়ে আসবে, এই আশা রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়