১৪ই ফেব্রুয়ারি—বিশ্ব ভালোবাসা দিবস। একে অনেকেই ভালোবাসার দিন হিসেবে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ রাখলেও টিম বিবিডিসি এই দিনটিকে বেছে নিয়েছিল মানবতার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য।
২০২০ সালের এই দিনে পিরোজপুর জেলার বলাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় এক ব্যতিক্রমধর্মী রক্তের গ্রুপিং নির্নয় কর্মসূচি। বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার গভীরতাকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে এবং দেশের রক্তের চাহিদা মেটাতে বিবিডিসি এই রক্তের গ্রুপিং নির্নয় কর্মসূচির আয়োজন করে। জীবন বাচাতেঁ রক্তদিন, ভালোবাসা থাক অমলিন” এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজনটি হয় সম্পূর্ণ বিনামূল্যে ও স্বেচ্ছায়।
সকাল ৯টা থেকেই বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয় প্রস্তুতি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশ নেন এই মহৎ উদ্যোগে। কর্মসূচিতে পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণ করেন। মোট ৮৭ জনের সেদিন সফলভাবে রক্তের গ্রুপিং করা হয়। স্থানীয় জনগণের মধ্যে এই রক্তের গ্রুপিং কর্মসূচি ব্যাপক প্রশংসা কুড়ায়।
বলাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই ধরণের মানবিক উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। ভালোবাসা শুধু অনুভব নয়, কাজের মাধ্যমে প্রকাশ করার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য।”
ভালোবাসা দিবস হোক কিংবা বছরের অন্য কোনো দিন—জীবন বাঁচাতে এগিয়ে আসা ভালোবাসারই সবচেয়ে পরিপূর্ণ রূপ। বলাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে টিম বিবিডিসির এ আয়োজন প্রমাণ করে যে, ভালোবাসা কেবল রোমান্সে সীমাবদ্ধ নয়, বরং এটি হতে পারে মানবতার সেবায় নিবেদিত এক মহৎ অভিপ্রায়।