বিশ্ব রক্তদাতা দিবস ২০২২ এ বিবিডিসির দিনব্যাপী কার্যক্রম
প্রতিটি রক্তদাতার জন্য বিশ্ব রক্তদাতা দিবস টি অবশ্যই একটি বিশেষ দিন। তাই এ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবারের ন্যায় এবারেও বরিশাল বিভাগের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে।
১৪ই জুন ২০২২ বিশ্ব রক্তদাতা দিবসকে আরও রঙ্গিন করার প্রয়াসে এদিন সকালে সকল বিবিডিসিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্র সাজানো হয়।
এ ছাড়াও রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দায়িত্বরতদের ও কর্মরতদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন এবং দালাল/প্রতারকদের প্রতারনার হাত থেকে বাঁচার জন্য, রক্তদানে সাধারন মানুষের আগ্রহ বৃদ্ধির জন্য সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় রক্তদান করতে আসা প্রত্যেক রক্তদাতাকে বিবিডিসির পক্ষ থেকে বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছাস্বরূপ বিশেষ উপহার প্রদান করা হয়।
এরপর, এদিন বিকেল সাড়ে ৩টা থেকে নগরীর মুক্তিযোদ্ধা পার্কে বিবিডিসির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি বিবিডিসির স্বেচ্ছাসেবীরা কাউন্সিলিংয়ের মাধ্যমে মানুষদের উৎসাহ প্রদান করে বিনামূল্যে রক্তদানের জন্য।
বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এবং বিবিডিসির স্পেশাল উইং ইয়ং রেঞ্জার্স -এর এক ঝাঁক সেচ্ছাসেবীদের সম্মিলিত অক্লান্ত পরিশ্রমের ফলে দিনব্যাপী চলা এ সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
বিবিডিসি ভালোবাসার নাম ।বিবিডিসি কতটা ভালোবাসার তা বরিশালের প্রতিটি অসহায় রোগী বুঝতে পেরেছে। সবসময় এই ভালোবাসার পরিবারের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ।
ধন্যবাদ। আপনাদের সহযোগীতায় বিবিডিসি বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।