বিবিডিসির অনলাইন ট্রেনিং কার্যক্রমের নিয়মাবলি
- ট্রেনিং হবে ম্যাসেঞ্জার থ্রেডে। ট্রেনিং থ্রেডে কোন প্রকার ইমোজি, স্টিকার ব্যবহার এবং রক্তের রিকোয়েস্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি ভুলক্রমে কেউ ইমোজি, স্টিকার দিয়ে ফেলেন তবে আনসেন্ড করে ফেলবেন।
আপনার মেসেজে ট্রেইনার বা সিনিয়র কেউ যদি ডিজলাইক বা এংরি রিয়েক্ট দেয় তবে বুঝে নিবেন সেই মেসেজটি আনসেন্ড করতে বলা হচ্ছে।
- সবাইকে শালীনতা রক্ষা করে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে। কারও কোন কথা কিংবা আচরণে অপর ব্যক্তি কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা জরুরী।
- সময় অনুযায়ী আলোচনায় অংশগ্রহণ করা এবং ট্রেনিং কার্যক্রমের বাহিরে অযৌক্তিক কথাবার্তা বলা থেকে বিরত থাকা।
- প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা দেওয়া। হাজিরা শীট দিয়ে দেওয়া হবে।
- একটানা ৩ দিন কেউ ট্রেনিংয়ের আলোচনায় অংশগ্রহণ না করে তাকে কারন নিশ্চিত করতে হবে না হয় ট্রেইনার যে কোন ব্যবস্থা নিতে পারে।
- ট্রেইনিং চলাকালীন সময়ে এবং এর বাহিরে সবাই পর্যবেক্ষন এ থাকবেন সুতরাং আপত্তিকর কোন আচরণ লক্ষ্য করা গেলে ট্রেইনার ব্যবস্থা নিবেন।
- ট্রেনিং থ্রেডে শুধুমাত্র টপিকের উপরই আলোচনা হবে এছাড়া সবার প্রশ্ন করার সুযোগ থাকবে ২৪ ঘন্টা। ট্রেনিং এর কোন বিষয় নিয়ে ট্রেনিং এর বাহিরের কারো সাথে আলোচনা করা যাবেনা।
- ট্রেনিং চলাকালীন সময়ে যেকোনো সমস্যায় সাপোর্টার কে জানাবেন অথবা ট্রেইনার কে সরাসরি ম্যাসেজ করে জানাতে পারবেন। খুব জরুরী বা গুরুতর কিছু হলে সিনিয়রদেরকে ম্যাসেজ দিয়ে জানাতে পারবেন।
- ট্রেইনার এবং সিনিয়রদের দেওয়া প্রতিটা ম্যাসেজ গুরুত্ব সহকারে পড়তে হবে এবং ম্যাসেজ পড়ে আপনি বুঝতে পারছেন সেটা বুঝাতে ম্যাসেজে রিয়েক্ট ব্যবহার করুন।
আগামী ৭ দিন আপনাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে, যার পক্ষে নিয়ম মেনে চলা সম্ভব হবেনা তাকে আমাদের সাথে রাখতে পারবোনা বলে আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি।
আমরা চাই স্বেচ্ছাসেবী কাজের প্রতি আগ্রহী এবং আন্তরিক মানুষদের নিয়ে সামনে অগ্রসর হতে, তাই ট্রেইনিং শুরুর আগে বরাবরের মত করা হবে বাছাই। বাছাই হবে আপনাদের কার্যক্রম, আগ্রহ এবং আন্তরিকতার উপর নির্ভর করে।