স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম

26 march blood grouping
২৬ মার্চ ২০২২।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সচেতনতামূলক কর্মসূচি এর মাধ্যমে বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব (বিবিডিসি) এর স্বাধীনতা দিবস পালন।

আজ ২৬ মার্চ,শনিবার বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বিবিডিসি এর উদ্যোগে এবং ইয়ং রেঞ্জার্স এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সাথে সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে।
স্বাধীনতার মাস মার্চে এই নিয়ে বিবিডিসির ৩য় বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা কর্মসূচি আয়োজিত হলো।

বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম
কর্মসূচিতে বরিশাল নগরীর প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তরোগ,সচেতনতা,রক্তদাতা সংগ্রহের কার্যক্রম কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সিনিয়র স্বেচ্ছাসেবক নিহাব রহমান,নাবিন রহমান, রনি ইসলাম, আল নাঈম সহ বিবিডিসি এবং ইয়াং রেঞ্জার্স এর সদস্যগন অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকবৃন্দ আশা করেন এভাবেই বিভিন্ন পদক্ষেপ আর সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটু একটু করে সবার মধ্যে রক্তদান এবং সাথে বিভিন্ন সামাজিক সচেতনতা ছড়িয়ে পরবে।একই সাথে বিবিডিসির এই চলার পথে সকলকে পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *