বরিশালে বিবিডিসির উদ্যোগে দিনভর সহস্রাধিক মাস্ক বিতরণ
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পায়ে হেঁটে দিন ব্যাপী মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।
বরিশাল নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, মেডিকেল সহ বিভিন্ন জনবহুল এলাকা গুলোতে প্রায় দের হাজারের অধিক মানুষের মাঝে বিবিডিসির সেচ্ছাসেবকরা মাস্ক বিতরন করে। সেই সাথে তারা মাস্কের সঠিক ব্যাবহার এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সচেতন করে।
নগরীর বিভিন্ন খোলা দোকানী, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করে।
মাস্ক নাই, সেবা নাই;
জানা সত্বেও মেডিকেল প্রাঙ্গণে বহু রোগীর স্বজনরা মাস্ক বিহীন ঘোড়াফেরা করতে দেখায় বিবিডিসির তরুন স্বেচ্ছাসেবকরা তাদের হাতে মাস্ক তুলে দেয় এবং মাস্ক ছাড়া মেডিকেলে প্রবেশ না করার জন্য সচেতন করে। মাস্ক বিতরণ এবং সচেতনতা মূলক ক্যাম্পেইনের পাশাপাশি তারা যুবসমাজের মাঝে রক্তদানে উৎসাহ প্রদান করে। রক্তদানের উপকারিতা নিয়েও কথা বলছে তারা।
How is the COVID situation over there?
It’s now under control.